মনে যতো কথা আছে চুপিচুপি বলো,
ভয় লাগে এই বুঝি জানাজানি হলো।
পরিণামের আগে যদি জানাজানি হয়,
দ্রুত ছড়ে এ সমাজে লোকে মন্দ কয়।


প্রেমে যদি রূপ রস নাই থাকে ভবে,
দূর থেকে ভালোবাসা কেনো চাও তবে?
চুপিচুপি মন থেকে এই হাত ধরো,
হাত ধরে মন ভরে প্রেম প্রীতি করো।


মন খুলে যত বেশি কাছাকাছি রবে,
চুপিচুপি চলে এসো ভালোবাসা হবে।
মন দিয়ে দিল খোলা ভাবটুকু গড়ো,
খাস দিলে প্রেম হলে মন হবে বড়ো।


কাছে এসে ভাবটুকু দেখে বুঝে নাও,
ভালোবাসা নিতে পারো যত তুমি চাও।
মনে যদি ক্ষোভ থাকে সব ঝরে যাবে,
যত বেশি ভালোবাসো তত সুখ পাবে।


অতীতের কথাগুলো সব মনে আছে,
কথাগুলো ভাব তোলে ছন্দ তালে নাচে।
তাল ছন্দ ঠিক রেখে ধরে রাখো হাসি,
চুপিচুপি এসে দেখো কত ভালোবাসি।


ভালোবেসে মন পেতে চুপিচুপি আসো,
চুপিসারে কাছে এসে কাঁপা ঠোঁটে হাসো।
প্রীতিটুকু ধরে রেখে জ্বেলে দাও বাতি,
ঝিলমিল মালা পরে হও চিরসাথী।