চোখে চোখে চোখ পড়লে ফিরানোটা দায়,
মনের চোখে এক দেখাতে প্রেম হয়ে যায়।
মনে প্রেম দানা বাঁধে
মনের জন্য মন কাঁদে
সারাজীবন কথা বলার সাথী খুঁজে পায়।


পাগল মন ঘর বাঁধার সাথী খুঁজে ফিরে,
মনে থাকা স্বপ্ন সাধের ভালোবাসা ঘিরে।
মনের বেগ দ্রুত ছুটে
ভালোবাসা জেগে উঠে
স্বপ্নে থাকা প্রাণের বন্ধু কবে আসে নীড়ে।


মন যখন মন চায় গোপনে মন খুঁজে,
মনের মতো সাথী পেলে পেয়ে চোখ বুজে।
দেখেশুনে মন দিলে
মনের সাথে মন মিলে
প্রাণ ভরা মন আনন্দ পায় প্রতিরোজে।


ভাব যদি উথলে উঠে প্রেমে গতি বাড়ে,
উথলে উঠা ভাব নিয়ে মনে মন কাড়ে।
মনে মন মিশে যায়
সব বুঝে ইশারায়
প্রাণ ভরা ভালোবাসায় কলকাঠি নাড়ে।


পলকে তার ঝলক উঠে ছুটে যায় কাজে,
ঘর ছেড়ে যেতে চাইলে ফিরে চায় লাজে।
ঘর থেকে সরে যায়
বারবার ফিরে চায়
কাজের জন্য বাড়ি ছেড়ে সময় যায় বাজে।


প্রেম যখন গাঢ় হয় প্রেমে ফুল ফুটে,
উড়ু মনে ভাব উঠলে কাজ ফেলে ছুটে।
ভালোবাসা কাছে ডাকে
তার মোহ ঘিরে রাখে
মনের কোণে বারে বারে প্রেম জেগে উঠে।