যার জন্য কাঁদে মন খুঁজে নাতো সেও,
জল ছাড়া এই মনে উঠে শুধু ঢেউ।
          আমি ঘুরি বনে বনে
          কথা বলি মনে মনে
আজ শুনি তার সনে আছে অন্য কেউ।


জল পড়ে পাতা নড়ে কেঁপে উঠে মন,
তার পানে চেয়ে থেকে গুনে যাই ক্ষণ।
          জল পড়া ছায়া দেখে
          ভালোবেসে মনে রেখে
খালি ঘরে পরে থেকে করি অনশন।


লোভে পড়ে ছেড়ে গেলো যার হাত ধরে,
লাল টিপ ছুঁড়ে ফেলে তার মোহে পড়ে।
          যার জন্য গান গাই
          ছুটে চলে সাই-সাই
পথেঘাটে দেখা পাই ফিরে আসি ঘরে।


ফুল নিয়ে ছুটে এসে যার প্রেম গড়া,
প্রেমময় ফুল ফুটে ভরে উঠে ধরা।
          প্রীতি ডোর খুলে ভবে
          খোঁজ নিয়ে জানে সবে
ভালোবেসে কেন তবে ছলনায় ভরা?


মোহময় রূপ দেখে চোখ কান খুলে,
ভালোবাসা ফুটে উঠে মন প্রাণ দোলে।
          যাকে ঘিরে সব আশা
          হয় যদি সর্বনাশা
খাঁটি মনে ভালোবাসা তবু উলু তোলে।


এর চেয়ে ঢের ভালো বুঝেশুনে নাও,
দেখেশুনে মন বুঝে পরে মন দাও।
          ভালোবাসে সযতনে
          লোভ নাই পর ধনে
আজীবন খাঁটি মনে ভালোবেসে যাও।