মনে যত কথা ছিল বলে দিয়েছি,
মন দিয়ে যাকে আমি ভালোবেসেছি।
        দিতে হবে শাড়ি চুরি
        করে যাবে ঘুরাঘুরি
তার বলা কথাগুলো মেনে নিয়েছি,
কানে কানে তাকে সব বলে রেখেছি।


যার মুখ দেখে মনে ছবি এঁকেছি,
কাছে গিয়ে মন ভরে তাকে দেখেছি।
        হয়ে গেলে জানাজানি
        লোকে করে কানাকানি
লোক মুখে কটুকথা সব সয়েছি,
ভালোবেসে মন দিয়ে তার হয়েছি।


মনে উঠা সব ভাব ধরে রেখেছি,
ভালোবেসে ভাবগুলো ছুঁয়ে দেখেছি।
        ঘুরে ঘুরে রাজপথে
        কাজ করি নিজ রথে
তার কাছে বারেবারে চিঠি লিখেছি,
মন প্রাণ শপে দিয়ে কাছে এসেছি।


জীবনের কাছাকাছি যাকে চেয়েছি,
হেঁটে হেঁটে তার সাথে হাত ধরেছি।
        ছুটে এসে আশেপাশে
        দেখা হতো প্রতিমাসে
ফেরি করা টক ঝাল তাকে সেধেছি,
ছোলা মুড়ি ভাগ করে কত খেয়েছি।


যতগুলো বাঁধা ছিল তত লড়েছি,
সব বাঁধা পাড়ি দিয়ে ভাব গড়েছি।
        মন করে নাচানাচি
        এসে গেছি কাছাকাছি
বলে কয়ে ঘাটে বাঁধা নায়ে চড়েছি,
সবকিছু বুঝেশুনে প্রেমে পড়েছি।