সেদিন থেকে ভালোবাসি যেদিন প্রথম আসো,
দিন বদলে দেখতে পাই তার সাথেই মেশো।
দেখা দাওনা ক'দিন হলো
এড়িয়ে তুমি কেমনে চলো
আসল কথা আমায় বলো কাকে ভালোবাসো?


ভেবো না তুমি ভালোবাসা দই, মিষ্টি, ছানা,
বলে কয়েই যেতে পারো কেউ করে না মানা।
এতো ছিলো সাহস বুকে
আছো এখন কোন শোকে
যতো বুঝাও হাসি মুখে আমি তো নই কানা।


সাঁঝ আকাশে চাঁদ উঠলে আড়াল পড়ে যায়,
আড়াল পড়েও মাঝে মাঝে মিটমিটিয়ে চায়।
ছেড়ে দিয়ে হাওয়ায় ঘুড়ি
দিয়ে তো রাখো আঁচল মুড়ি
সাঁঝের মায়ায় পুরোপুরি আড়াল রাখা দায় ।


সাঁঝ আকাশের মেঘ নয় চাঁদই কিন্তু হাসে,
হাসি দেখে সাঁঝের মায়া চাঁদকে ভালোবাসে।
সাঁঝের মায়া মেঘে মেশে
মেঘের ভেলা চলে ভেসে
চাঁদও তাই হেসে হেসে মেঘের কাছে আসে।


চাদ, আকাশ, সাঁঝের মায়া ওরাও তিনজন,
ঝগড়া করে কারো সাথে কেউ করে না পণ।
মায়ার মাঝে চাঁদ অনন্য
পণ না কারায় চাঁদও ধন্য
মিটমিটিয়ে হাসির জন্য চাঁদই আপনজন।


ভালোবেসে তুমিও তাই আপন হয়েই থেকো,
তার কাছে যখন যাও নীতিবোধটা রেখো।
নীতিবোধের পথে থেকে
মান বাঁচার সুযোগ দেখে
সেই দূরত্ব বজায় রেখে প্রেমের ছবি এঁকো।