তুমি আমার প্রাণস্বজনী বাঁধলে মনে বাসা,
দিন দুপুরে আসলে কাছে মিটে মনের আশা।
ভালোবাসা মনে জাগে
কাছাকাছি এসো আগে
জল ছাড়াই প্রেমের ঢেউ আমার মনে ভাসা।


যখন তখন ঢেউ আসে কাঁপন ধরে মনে,
পাগল বেশেই ছুটে চলে ঢেউটা ক্ষণে ক্ষণে।
ক্ষণে ক্ষণে ছুটে যায়
ভালোবাসা গতি পায়
প্রেমের টানে জোয়ার আসে ভাসে সঙ্গোপনে।


উথালপাতাল করে মন প্রেমের বাদ্য বাজে,
রঙের তালে প্রেমের জন্য  আমার মন সাজে।
থেমে থেমে পথ চলে
মনে মনে কথা বলে
প্রেমের নেশায় ডুবে থাকি আমার সব কাজে।


রঙে তোমার ঢঙটা দেখি ঢঙে বাড়ে জ্বালা,
তোমার মনের রঙে ঢঙে খুলে মনের তালা।
রঙ দেখে মন ভরে
মন বসে নড়েচড়ে
প্রেমের জ্বালায় খুলে তালা সাজে মনের ডালা।


মন আমার পাগল হলো তোমার প্রেমে পড়ে,
ভেবে পাই না এমন প্রেম হলো কেমন করে।
প্রেম আসে স্বর্গ থেকে
দু'টি মনে রঙ মেখে
তোমায় দেখে মনের কোণে রূপে আগুন ঝরে।


তোমার রূপে রূপালী ঢেউ আমার মনে লাগে,
ঢেউয়ে ঢেউয়ে ধাক্কা খেয়ে প্রেমের দ্বীপ জাগে।
দ্বীপের মাঝে সন্ধ্যা হলে
তেল ছাড়া বাতি জ্বলে
ভাবনা জাগে এই দ্বীপে কেনো যাইনি আগে।