আমার মনের একতারাটা করছে গুন-গুন,
যখন তখন বেজে উঠে প্রেমের টেলিফোন।
টেলিফোনের কাছে যাই
প্রেমের কথায় শান্তি পাই
স্বাদের জন্য তখন খাই পানের সাথে চুন ।


মনের ভেতর একতারাটা বাজে সারাক্ষণ,
প্রেমের গানের সুরটা উঠে নাচে দেহ মন।
বেজে উঠে একতারাটা
নাচন তোলে তৃণলতা
দিনে রাতে তোমার কথা ভাবি যতক্ষণ।  


সামনে আসছে পৌষ মাঘ শীতের কথা ভাবি,
খেয়া পারাপার করবে তুমি তোমার কাছে চাবি।
মনে জাগে শিহরণ
নেচে উঠে দেহ মন
অপেক্ষা আর কতক্ষণ তোমার জানা সবি ।


যখন তোমার ফোন পাই তাতে বাড়ে বিশ্বাস,
টেলিফোনে কথা বললে দাও তুমি আশ্বাস।
চোখ বুজে চোখ মেলি
চোখে খেলে জলকেলি
তোমার কথায় আমি ফেলি বিশ্বাসে নিঃশ্বাস।


ছোটকালে খেলার ছলে ছিলাম ভাইবোন,
এখন দেখছি একতারাটা করছে গুন-গুন।
প্রেমের ফুল মনে ফুটে
তার ভাবনা জোরে ছুটে
যখন তখন বেজে উঠে প্রেমের টেলিফোন ।