বাইশ আজ বিদায় নিলো ভালো সময় গেলো,
সখি আমার প্রাণ সজনী আমার সাথে ছিলো।
বছর গেলো খ্যামটা তালে
হাওয়া ছিলো প্রীতির পালে
চুমুক দিয়ে উভয় গালে পাগল করে দিলো।


দিন রজনী প্রাণ সজনী তোমায় ভালোবাসি,
প্রেমের জন্য মন সাজাতে তোমার কাছে আসি।
তোমার জন্য আমার মন
পরাণ পুড়ে সারাক্ষণ
প্রাণ সজনী বিচক্ষণ তেমন পিসি মাসী।


প্রাণ সজনী তোমার জন্য মন সাজানো যায়,
এই মন প্রেমের খোরাক তোমার কাছে পায়।
তুমি যখন ঘোমটা খুলো
প্রেমের নায়ে পা-টা তুলো
পরাণ আমার এলোমেলো মনে মোচড় খায়।


তোমার জন্য প্রাণ কাঁদে মিলবো দু'দিন বাদে,
কথা বলবো খোলামেলা বসবো গিয়ে ছাদে।
খুঁজবো না আর ভাঙ্গা বেড়া
করবে না কেউ মাথা ন্যাড়া
ভালেবাসায় জীবন ঘেরা ঘুমপাড়ানি রাঁধে।


বাইশকে আজ বিদায় দাও আমার দুঃখ নাই,
বিয়ের ফুল ফুটবে বলে তেইশে কাছে চাই।
বাইশ বেশ মজার ছিলো
আজ বাইশ বিদায় নিলো
বাইশ আমার যেমন ছিলো তেইশে যেনো পাই।


লক্ষী হয়ে আমার দিকে বাইশ-টা ছুটে এলো,
প্রাণ সজনী তার মনে প্রেমের ছোঁয়া পেলো।
বাইশ এসেই মন মাতিয়ে
ভালোবাসার ঢোল বাজিয়ে
মন রাঙিয়ে প্রেম সাজিয়ে প্রেমের বছর গেলো।