ভাটিয়ালি ভাওয়াইয়া
আছে যতো গান,
তার চেয়ে অনেক বেশি
জন্মভূমির টান।
জগৎ বিশ্বে সবার চেয়ে
প্রিয় সে যে তুমি,
ভালোবাসা তোমায় ঘিরে
প্রিয় জন্মভূমি।
মাগো তোমার আঁচলখানি
ধরে জীবন গড়ি,
আশার ছোঁয়া শেষ না হতেই
এ মাটিতে মরি।


জনসংখ্যা অধিক বলে
ব্যস্ত জনপদ,
দু'ফসলি জমি ভরেই
গড়ছে ইমারত।
মানুষ দেশে বেশি হলেও
আছে ভালো মন,
সুযোগ বুঝে বন্ধু স্বজন
করছে নিমন্ত্রণ।
টাকা-পয়সা না জমিয়ে
ভালোমন্দ খায়,
ইলিশ হাতে জামাই বাবু
শ্বশুড়বাড়ি যায়।


মিলেমিশে সকল জাতির
এক চালাতে বাস,
নাই ভেদাভেদ ভাই ভাই
নাই দীর্ঘশ্বাস।
চির সবুজ এই দেশে
গাছে ভরা ফল,
হাওর বাঁওড় মাছে ভরা
ভূমি সমতল ।
আশার তরী ভাসাই মোরা
আশার নাই শেষ,
ধানের দেশ গানের দেশ
প্রিয় বাংলাদেশ।