কাঁটা হেরি পথ বেয়ে কেটে উঠে ভয়,
যাকে দেখে মন হাসে প্রিয় সেই হয়।
দুনিয়ার সব রঙ মনে উঠে আসে,
প্রিয় মুখ কাছে ডাকে আর ভালোবাসে।


মনে উঠা সুখটান ক্ষণিকের মেলা,
ঝড় উঠে বয়ে যায় শেষ হয় বেলা।
আশু মনে সেই দিন বারেবারে আসে,
ভাবনাটা জেগে উঠে মন খুলে হাসে।


সুধাময় ভালোবাসা চিরদিন থাকে,
দূরে থেকে গান গায় মনে ধরে রাখে।
বন্ধুত্ব গড়ে তুলে মনে সুখ পায়,
প্রীতি জাগা মনোভাব স্থায়ী হয়ে যায়।


ভালোবাসা গাঢ় হয়ে মনে উঠে ঢেউ,
তিল তিল জমা করে রাখে কেউ কেউ।
সদাশয় মনে থাকে ঘোর লাগা টান,
কাছ থেকে সরে গেলে মনে উঠে বান।


হাসি খুশি প্রিয় মুখ পরিতোষ দাদা,
দেখা পেয়ে মিটে গেলো হৃদয়ের ধাঁধা।
সাথে রাখে ঠোঁট জুড়ে এক মুঠো হাসি,
মন খোলা হাসিকেই বেশি ভালোবাসি।


প্রিয় মুখে ধন্য দুই বাংলার ভূমি,
দূরে গিয়ে প্রিয় বন্ধু মনে রেখো তুমি।
আনাগোনা করে যেনো সেতু হয়ে যায়,
ভালোবেসে ছুটে এসো এই বাংলায়।