প্রিয় মুখ মনে আসে চোখে ভাসে ক্ষণ,
আছো তুমি মনে প্রাণে সেই প্রিয়জন।
যতদিন বেঁচে আছি যাবো না তো ভুলে,
এখনো যে ভালোবাসি মন প্রাণ খুলে।


কোথায় কেমন আছো পেলাম না খোঁজ,
মনে মনে এই কথা ভাবি রোজ রোজ।
শত চেষ্টা আরাধনা সব গেলো বৃথা,
ক্ষণে ক্ষণে মন জুড়ে জ্বলে উঠে চিতা।


কোন কালে তার মনে আসে যদি সায়,
এখনো যে বেঁচে আছি সেই ভরসায়।
প্রথা রক্ষা এ জীবনে দাঁড় টেনে যাই,
প্রাণ খুলে মন থেকে তার গুণ গাই।


দেখা হলে ভালোবেসে কাছে টেনে নেবে,
ভাঙ্গা মন রাঙা হয় সেই কথা ভেবে।
কাঁদে মন কাঁদে প্রাণ ছায়া মুখ দেখি,
প্রিয় সেই মুখ দেখে করি লেখালেখি।


ছায়া হয়ে আনমনে আসে খেলা ঘরে,
মন জুড়ে প্রিয় মুখ হাঁটা-হাঁটি করে।
মনে যত ভালোবাসা সব তাকে দিয়ে,
ভাবনায় দিন যায় প্রিয় মুখ নিয়ে।


প্রেম নিয়ে সৃষ্টি সুখ যত শান মান,
দুনিয়াতে ভালোবাসা বিধাতার দান।
কল্পনায় তার কথা ভেবে পাই সুখ,
আজো আমি ভালোবাসি সেই প্রিয় মুখ।