প্রিয়জন সেই হয় কাছে কাছে থাকে,
হাজারটা ভুল হলেও মাফ করে যাকে।
          ভুল হলেও মাফ করে,
          ব্যথা দিলেও হাত ধরে
ভালোবেসে কাছে এসে বুকে তুলে রাখে।


দূরে থেকেও প্রিয়জন হতে পারে বটে,
হয়ে যায় জানাজানি বাজে কথা রটে।
          যতো থাক মুখে মুখে
          চায় শুধু থাকুক সুখে
দূর থেকেই ভালোবাসে এমনটাই ঘটে।


ভালোবাসা সেই পাবে যাকে মনে ধরে,
ভুলত্রুটি ক্ষমা করে ফিরে আসে ঘরে।
          ছোট ভুল ঝরে পড়ে
          বড় ভুল ক্ষমা করে
ইহজীবন পার করে ভালোবেসেই মরে।


প্রেম ছাড়া প্রিয়জন, এতো সোজা নয়,
খাঁটি প্রেম যাঁর আছে সেই প্রিয় হয়।
          ভালোবেসে কাছে যায়
          ভালোবাসার দেখা পায়
এভাবেই করে ফেলে ভালোবাসা জয় ।


নিজ স্বার্থ বলি দিয়ে যার কথা ভাবে,
পুরোপুরি ভেবে নিয়ে তার কাছে যাবে।
          মন তার ভোর হয়
          মনে মনে কথা কয়
সেও যদি ভালোবাসে তাকে সেই পাবে ।


ভালোবেসে দু'টি মন করে বসে পণ,
সে'সাথে সারাজীবন রাখে ভালো মন।
          মন দিবে কথা হবে
          কথা বলে কাছে যাবে
ভালোবেসে দিবে মন হবে প্রিয়জন ।