মনের গহীনে সুখ জাগরিত হয়,
প্রীতি মাখা দিন যেনো স্মৃতি সুধাময়।
সময়ের দোলাচালে ছুটে সাঁই-সাঁই,
সবচেয়ে দামী হয় সেই দিনটাই।


সুসময়ে মিল থাকে কথা আর কাজে,
প্রীতিময় ভাব নিতে মনটাও সাজে।
চোখ যদি ছুটে যায় আকাশের গায়,
মধুময় প্রীতি সুখ পুরোটাই পায়।


খুশির জোয়ারে মন বলীয়ান হয়,
অনুভবে মনোভাব তত শোভাময়।
ছেড়ে যেতে নাহি চায় সময়ের টান,
স্মৃতি হয়ে আজীবন থাকে ধাবমান।


চারিদিক সুনসান বাতাসটা চুপ,
আম্র কাননে দেখি ঝলমলে রূপ।
ফাগুন পেরিয়ে আজ চৈতালী টান,
কড়া রোদে চুপ যেন নীল আসমান।


হারানো স্মৃতির টান ঘুমন্ত থাকে,
যত হোক ধূসরিত তবু মনে রাখে।
তলানিতে স্মৃতিগুলো যত থাক ডোবা,
শুভক্ষণে হয়ে উঠে প্রীতিময় শোভা।


পুলকিত শিহরণ ধরা পড়ে মনে,
হাতের উপর হাত পড়ে আনমনে।
প্রীতিটুকু আজ থাক ফ্রেমে ধরা পড়ে,
অসময়ে কাছাকাছি পাবো অবসরে।