তীরে বাড়ি তীরে ঘর তীরে সংসার,
খেয়া নিয়ে সারাদিন করে পারাপার।
ঘাম ঝরা শ্রম দেয় মেঘনার কূলে,
দাঁড় টেনে জল ছেঁকে দিনমান দোলে।


পারাপারে যত আয় তা তো মন্দ নয়,
সৎপথে তার দিন উপভোগ্য হয়।
সারাদিন কাজ শেষে তীরে হয় ঠাঁই,
রাত হলে ঘুম দেয় বড় আশা নাই।


দিন যাবে সৎপথে আশা এক বুক,
যাই পায় চলে যায় এখানেই সুখ।
ঘাম ঝরা শ্রমটাকে করে নিলো বশ,
শ্রম দেয়া চলমান থাকে নিরলস।


ভোর হলে প্রতিরোজ উঠে বসে নায়,
যাত্রী দেখে পারাপার করে দিতে চায়।
জল মেপে খেটে খায় নাই চুরি জারী,
এভাবেই প্রতিদিন দিয়ে যায় পাড়ি।


নাম তার আবু চাঁন একটাই কাজ,
সারাদিন দাঁড় বায় গায়ে নেই সাজ।
রাজা-প্রজা যেই যাক সব সমতুল্য,
আবু চাঁন দিয়ে যায় সময়ের মূল্য।


খেটে খায় আবু চাঁন অতি সাধারণ,
ধন নাই তার আছে সদাহাস্য মন।
শ্রম বেচে তার আছে যতোসব গুণ,
লোভ আর প্রলোভনে ছিটা দেয় নুন।