ফুরফুরে মন আজ কুটিলতাহীন,
ঈদের আমেজ নিয়ে কেটে গেলো দিন।
ভাই ভাই আচরণ পাড়া বাড়ি ঘরে,
সুন্দর সময় গেলো কোলাকুলি করে।


সুস্বাদু খাবার এর হলো আয়োজন,
কাঁধে কাঁধে পার হলো মধুময় ক্ষণ।
ঈদের পরশ মেখে ঘুরেফিরে আসি,
যত লোক দেখা পাই মুখে মৃদু হাসি।


ধনীর মনেও দেখি অফুরান ছাড়,
সকল স্তরের আজ একই কাতার।
অতীতের হাহুতাশি মনে নেই ক্লেদ,
গরীব ধনীর আজ নেই ভেদাভেদ।


আজ যেনো মন জুড়ে খোলা নাও ভাসা,
দুর্বলের প্রতি তাই জাগে ভালোবাসা।
কেউ করে আমন্ত্রণ কেউ করে খুঁজ,
প্রতিবেশী মিলেঝিলে করে প্রীতিভোজ।


দাঁড় টানা একমাস সিয়ামের পর,
খুশির আমেজ নিয়ে আজ অবসর।
সমাজের কোল জুড়ে আজ ভাই ভাই,
এমন মধুর ক্ষণ ধরে রাখা চাই।


পুরোপুরি ভুলে যাই মনে থাকা জিদ,
সকলেই ভাই ভাই এটাই তো ঈদ।
প্রীতি ভাব ধরে রেখে সমাজটা গড়ি,
আসুন সবাই আজ প্রতিজ্ঞা করি।