বল তুমি কেমন বন্ধু?  নাও না আমার খোঁজ,
তোমার আশায় পুকুর পাড়ে, চেয়ে থাকি রোজ।
পুকুর জলে চেয়ে দেখি, তোমার ছায়া ভাসে,
তুমি ছাড়া ছায়া তোমার, কেমন করে আসে?
দাঁড়িয়ে থেকে ছায়া গুনি, দু'টি ছায়াই দেখি,
ছায়া দু'টা মানুষ একটা, কেমনে আমি থাকি।


একবার তুমি ভেবে দেখো, কেমন করে মন,
কেমনে হলে ছায়া সঙ্গী, তুমি সারাক্ষণ।
আমি কেনো তুমিই বলো, এমন কেনো হয়?
আমার কাছে চলে আসতে, কিসের তোমার ভয়?
বলো বন্ধু আমার প্রতি, কেনো তোমার ভীতি?
তুমি ছাড়া আমার সাথী, কেবল শুধু স্মৃতি।


ঘর ছেড়ে ঘুরেফিরে, দুনিয়াটা দেখো,
সুখ সুবিধা পেতে হলে, ভালোবাসা শেখো।
জেনেশুনে বন্ধুর মনে, কেনো কষ্ট দাও,
বন্ধুর কষ্ট মাথায় নিয়ে, একটু ফিরে চাও।
পাশে বসে শুনে যাও, আমার মনের কথা,
তুমি ছাড়া ছায়া দেখে, কতটা আছে ব্যাথা?


পুকুর জলে ছায়া দেখি, কণ্ঠ শুনি না,
তবু কেনো ভালো লাগে, তাতো জানি না।
ঘাড় ফিরিয়ে যখন দেখি, ছায়ার মানুষ কই?
ছায়া তখন মিলিয়ে যায়, তাই পেরেশান হই।
কায়াহীন সারাজীবন, ছায়া হয়েই থাকবে?
এটা এখন তোমার বিষয়, নাকি কাছে রাখবে?


রোজ যখন আমার পাশে, পুকুর জলে ছায়া,
দূরে থেকেও তোমার ছায়া, বাড়ায় শুধু মায়া।
কেমনে তোমার ছায়া পড়ে, আসলেই কি তাই?
মন বুঝে না আমি তোমার, কল্পনাতেও নাই,
বন্ধু ছাড়াই বন্ধুর ছায়া, কেউ কি এটা মানে?
বন্ধু শুধু কল্পনাতে, সবাই সেটা জানে।