যার মনে যত বেশি ভয় বিধাতার,
ইবাদতে রাত কাটে দিনে রোজাদার।
সংযম করে যাবে একমাস পুরো,
সিয়াম পালন হবে কাল থেকে শুরু।


বিধাতার নামে দিন যে করবে পার,
তার ডাকে বিধাতার খোলা দরবার।
রোজা রেখে সৎ পথে ঠিক রাখো দম,
রোজাই শেখায় দেখো আত্মসংযম।


অকাতরে দান করো যার যত হক,
সিয়াম সাধনা করো ছেড়ে বকবক।
রোজার শিক্ষায় পাবে মনোসুখ ছাড়,
করুণা ভিক্ষা করে দিন করো পার।


ফিতরার খাতা খুলে যত সংযম,
জড়োসড়ো মন থাকে তত থমথম।
ভুল পথ পরিহারে যার যত সাজ,
অবিচল সৎ থাকা মুমিনের কাজ।


দিনের সিয়াম শেষে ইফতারে বসে,
খুশির জোয়ার দেখো এ চিত্তরসে।
মনের গহীনে খুশি দোলা দিয়ে যায়,
খোদার হুকুম মেনে আত্মসুখ পায়।


অভাবের তাড়নায় কত জ্বালাতন,
বুঝে নিতে সংযম করো আমরণ।
সিয়ামের সাধনায় যত রাখো টান,
সেইসাথে তুমি হবে তত পূণ্যবান।