পূর্বাকাশের তারা তুমি প্রেমে পাগলপারা,
রাতদুপুরে পূর্বাকাশে ফুটলো দুটি তারা।
তারা ফুটে আলো ছড়ে
তারার আলো ঘরে ঘরে
তারার সাথে প্রেম করে হলাম দিশেহারা।


সন্ধ্যা রাতে মিটমিটিয়ে প্রেমে আগুন জ্বলে,
মন আকাশে মধ্য রাতে অনেক কথা বলে।
শান্তি নাই তারা ছাড়া
আসে শান্তি তারা দ্বারা
এই জীবনে তুমি ছাড়া কেমন করে চলে ?


সূর্য যখন অস্ত যায় তারায় আলো ছাড়ে,
রাত্রি বেলা তারার আলো আস্তে আস্তে বাড়ে।
তারা হলো প্রেমের বোঝা
তারার আলো পড়ে সোজা
জেনেশুনে প্রেমের বোঝা নিলাম তুলে ঘাড়ে।


রাত্রি শেষে সকাল হয় প্রেমের গীত গেয়ে,
তারার আলো নিভে যায় ভোরের আলো পেয়ে।
তারার আলো হাতে নেবো
শাড়ি গয়না সবই দেবো
জীবন নৌকা পার হবো প্রেমের তরী বেয়ে।


স্বপ্নঘোরে সময় কাটে রাতের বেলা ঘুমে,
প্রেমের বাদ্য থেমে যায় দিনের কামেধুমে।
রাত হলেই স্বপ্নে আসো
প্রাণের চেয়ে ভালোবাসো
আমার কাছে চলে আসো রবির পর সোমে।


মন বলে প্রেমের জন্য তুমি পাগলপারা,
রাত হলেই তারা গুনি শুধু তোমায় ছাড়া।
এই অন্তরে শুধু তুমি
চাই না আমি সুমী রুমী
প্রেমে পাগলপারা তুমি পূর্বাকাশের তারা।