রাঙ্গামাটির অগ্রযাত্রায় সুউন্নত সুর,
পলওয়েল পার্ক এখন মিনি সিংগাপুর।
          প্রকৃতিকে ধরে রেখে
          কাপ্তাই লেক এঁকেবেঁকে
মনের দুয়ার খুলে দিয়ে গেলো অনেক দূর।


লেকের ধারে শত শত লাভ লক ঝুলে,
শীতল বায়ু গায়ে লেগে মনের তালা খুলে।
          পলওয়েলে হাওয়া এসে
          লাভ লকে বেড়ায় ভেসে
একটুখানি ঠায় দাঁড়ালে চাঙ্গা করে তুলে।


পলওয়েলের ত্রিসীমানায় দাও যদি পাড়া,
সারি সারি দোকানদার খাবার নিয়ে দাঁড়া।
          ছোট ছোট পাহাড় চূড়া
          তার পাশে জলের ধারা
জলের ধারে বসে গেলে দেবেই মনে নাড়া।


পানি ছুঁড়া সিংহটাকে কি চমৎকার লাগে,
হাত লাগিয়ে পানি ধরে নিতে পারো বাগে।
          দিনরাত পানি ঢালে
          পানি ছুটে একই তালে
পা বাড়িয়ে কাছে গেলেই ধরার ইচ্ছা জাগে।


অনেক লম্বা পাশ মোড়ানো ব্রীজের নালা ঝিলে,
নিজের ছবি সবাই তুলে ব্রীজে উঠে গেলে।
          পলওয়েলের খবর পায়
          যারা আসে ঘুরে যায়
সময় পেলে রোজ বিকেলে সুখ আনন্দ মেলে।


পলওয়েলে ঝুলন্ত ব্রীজ হেঁটে গেলে দোলে,
ব্রীজের সাথে মনও দোলে ঝুলে কথা বলে।
          সিংহটায় পানি ছুটে
          ভালোবাসা জেগে উঠে
রাঙ্গামাটির এমন স্থানে না গেলে কি চলে?