দোতারাটা সাথেই নাও আমার হাতে দাও,
মনের মতো সুর পেতে হাতিরঝিল যাও।
হাতিরঝিলে জল আছে জলেই উঠে সুর,
মনের সুর নিয়ে যায় হাওয়া অনেক দূর।
আকাশ পানে মেঘ নেই জলের অভাব খালে,
দেখতে পাবে কতো জল আছে হাতিরঝিলে।


জল আছে মাছও আছে হাতিরঝিলে ভরা,
হাতিরঝিলে জল থাকে যতো আসুক খরা।
জলের উপর উঠে ঢেউ হাওয়া লেগে দোলে,
চারিদিকে গাছের সারি ভরা অনেক ফুলে।
ঝিলের পাড়ে বসে গেলে ঠাণ্ডা হাওয়া লাগে,
হাওয়া লেগে ধীরে ধীরে ভালোবাসা জাগে।


কতো মানুষ ভীড় করে হাতিরঝিলে এসে,
বিকেল হলে বসে থাকে ঝিলের তীর ঘেঁষে।
দূরে থেকে বুঝা যায় না কি যে তারা চায়,
ভালো লাগা মনের শান্তি কিছু একটা পায়।
যাদের মনে বেশি শান্তি ইঞ্জিন নৌকা ধরে,
মনের কোণায় সুর উঠে জলে ভ্রমণ করে।


সারি বেঁধে ইঞ্জিন নৌকা যখন ভেসে যায়,
শান্তির খোঁজে তার যাত্রী উঠে হাওয়া খায়।
রাজধানী ঢাকার বুকে এমন স্থান আছে,
হাতিরঝিল তার প্রমাণ এটা নয়তো মিছে।
বিশেষ দিনে মাঝে মাঝে আতশবাজি ফুটে,
পাগলপারা হয়ে মানুষ হাতিরঝিলে ছুটে।


সন্ধ্যা রাতে যখন করে জল ফোয়ারা চালু,
জলের নাচে মন রাঙায় রংধনুর আলো।
লাল নীল জলের নাচে মনে দোলনা চলে,
তীরে বসে সঙ্গীর সাথে মনের কথা বলে।
ঠাণ্ডা হাওয়ায় হাতিরঝিলে মনের সুখ আছে,
সময় করে ঘুরে আসলে সকল ক্লান্তি মুছে।