পূর্ব গগনে সূর্য উঠেছে রৌদ্র একাকার,
তোমার জন্য রিক্ত মনের সিক্ত হাহাকার।
আছো তুমি হৃদয় কোণে
হৃদয় তোমার স্বপ্ন বুনে
এই মনটা সবই জানে সোহাগী তুমি কার?


তোমার কোলে ঠেকাই মাথা মন প্রাণ ভরে,
চাঁদ বদনীর দেখা পাই ফিরে এসে ঘরে।
তোমার জন্য প্রাণ পুড়ে
তাই তো আসি ঘুরে ঘুরে
জীবন দিয়ে ভালোবাসি সারা জনম ধরে।


স্টেশন রোডে চায়ের স্বাদ অমৃতের মতো,
দেশ জুড়ে থাই চাইনিজ পিছে পড়ে কতো।
তোমায় ছেড়ে যতো যাই
তোমার দিকে ফিরে চাই
মনের টানেই ভসলোবাসা টান দেয় সুতো।


চায়ের কাপ হাতে নিয়ে তোমার কথা ভাবি,
ছেড়ে গেলে এই অন্তরে ভাসে তোমার ছবি।
হৃদয় মন কেড়ে নিলে
ভালোবাসায় ভরে দিলে
হৃদয় অন্তর পূর্ণ যেনো উঠে রাঙা রবি।


আমার মনে তোমার বাসা ভালোবাসায় ঠাঁসা,
দূরে গেলেই আবার টানে গভীর ভালোবাসা।
বিশ্ব ঘুরে ভরে না মন
ভাবি তোমায় সারাক্ষণ
ফিরে আসলে তোমার কাছে মিটে মনের আশা।


তাই তো বলি সোহাগী তুমি কাছে কাছে থাকো,
তোমার মনের ভালোবাসায় টেনে ধরে রাখো।
আর দিয়োনা আমায় ছেড়ে
অনেক স্বপ্ন তোমায় ঘিরে
ধরে রেখে হৃদয় অন্তর ভালোবাসায় মাখো।