মন মাতানো সুরে সুরে
ঝরে ঝর্ণার জল,
আমজনতা আসে দেখি
সবাই তোর পাগল।
তুই যে আমার নয়নমণি
আজ করে নে সাজ,
প্রাণটা ভরে দেখি তোকে
ভয় কেনো রে আজ।
চোখ জুড়িয়ে গুনগুনিয়ে
মন যে কথা কয়,
আঁচলে তোর বাঁধি মন
তা তো গোপন নয়।


ঘুমের ঘোরে স্বপ্নে তোরে
কতোই স্বপ্নে দেখি,
তোকে ছাড়া দূর প্রান্তরে
কেমন করে থাকি।
তোর বুকে প্লাবন জলে
মন মাতানো সুর,
কি করে আজ ভুলি তোকে
সুর যে সুমধুর।
তোর মায়া আমার প্রাণে
চঞ্চল আমার মন,
এ হৃদয়ে রাখবো তোকে
আশায় প্রতিক্ষণ।