ঋতুরাজ করে সাজ শোভাময় বীথি,
ভ্রমরার সুরারোপ এটা তার রীতি।
বসন্ত বরণে মন নেচে-গেয়ে উঠে,
অঝোরে প্রসার ঘটে হাসিমাখা ঠোঁটে।


পাখি সব রব তুলে শিমুলের গায়,
শিমুল ফুলের মধু পেট ভরে খায়।
ফুলবনে ডালে বসে কোকিলের গান,
খাবারের লোভে তার এতো মায়াটান।


আগডালে খা খা রব উঠে যার,
বুলবুলি টুনটুনি সাথী হয় তার।
মায়ার বাঁধনে আজ ধরা সুশোভন,
বসন্তের দ্বার খুলে শুরু মহারণ।


মন ভরে ঢেউ তুলে সুশোভিত কথা,
ভরে উঠে মন প্রাণ দেখে তরুলতা।
প্রজাপতি পাখা মেলে করে বিচরণ,
ঋতুরাজে ফুল ফুটে ভরে উঠে মন।


ফাগুন হাওয়া আর গোলাপের ঘ্রাণ,
চারিদিক মুখরিত জাগে মন-প্রাণ।
লাল লাল গাঁদা আর সরিষার ফুল,
ডালে ডালে ফুল ফুটে বসন্ত ব্যাকুল।


দলবেঁধে পাখি সব উড়ে যায় নীড়ে,
উড়াউড়ি করে তারা মধুবন ঘিরে।
এমন মধুর দিনে ঘরে থাকা দায়,
সুবাসিত হতে মন ছুটে চলে যায়।