উলুবনে ফুল ফুটে বসন্ত ব্যাকুল,
শোভাময় করে তুলে লাল গেন্দাফুল।
ডালে ডালে পাখিগুলো শিমুলের গায়,
কলি থেকে মধু খেয়ে গান গেয়ে যায়।


শুরু হলো ফুলবনে গোলাপের ঘ্রাণ,
চারিদিক সুবাসিত জাগে মন-প্রাণ।
নয়নে নয়ন মেলে চরণে চরণ,
গোলাপের চাহনিতে ঘটে আগমন।


মায়ার বাঁধনে ধরা হয় সুশোভন,
বসন্তের দ্বার খুলে শুরু মহারণ।
কুঞ্জল মঞ্জুরিতে সুশোভিত পাতা,
স্নিগ্ধ সিক্ত মন-প্রাণ দেখে তরুলতা।


পূর্বাকাশ রাঙা করে রবির উদয়ন,
প্রজাপতি পাখা মেলে করে বিচরণ।
দুপুরের খরতাপে কোকিলের ডাক,
ফাগুনের মহারণে ছুটে চলে কাক।


দলবাঁধা পাখি সব উড়ে যায় নীড়ে,
পাখিদের উড়াউড়ি সাঁঝ সন্ধ্যা ঘিরে।
বর্ণালী আলোছায়ায় ফাগুনের ঝড়,
বসন্তের দোল খায় সুরেলা অন্তর।


ঋতুরাজ করে সাজ শোভময় বীথি,
কুঞ্জালয়ে সুরারোপ এটা তার নীতি।
বসন্ত বরণে চরণ নেচেগেয়ে উঠে,
অঝোর প্রসার ঘটে হাসিমাখা ঠোঁটে।