ভাবছি আমি রবির পরে কবে আসবে সোম,
তোমার কথা ভাবতে গিয়ে আসছে নাতো ঘুম।
            রবির পরে সোম আসে
            প্রিয়া আমায় ভালোবাসে
বাড়ি গেলেই দেখতে পাবো পিঠাপুলির ধুম।


ঐ সময়টা মধুর ছিলো ফিরে দু'দিন হলো,
দিনটা যেনো বছর সম কেন এমন বলো ?
            ফিরে আসায় তুমি নাই
            চোখ বুজলে বৈঠা বাই
স্বপ্নঘোরেই দেখতে পাই তুমি বাদাম তুলো।


লাগাম ছাড়া প্রেমটা যেনো দূরে থাকলে বাড়ে,
চোখ বুজলে দেখতে পাই উঠে আসলো ঘাড়ে।
            গাঢ় প্রেমের বোঝা টেনে
            সকল বোঝা কাছে এনে
আমার প্রাণের প্রিয়া যেনো দমটা ঘাড়ে ছাড়ে।


তোমায় ছাড়া কিছু পাই না নিখিল ধরাধামে,
প্রভাত ফেরি শুরুটা করি সব তোমার নামে।
            প্রেমের মালা পড়ে দিলে
            এই মনটা কেড়ে নিলে
একা থাকায় সারা শরীর ঘুম ভাঙলে ঘামে ।


অনেক প্রেম অনেক জ্বালা কত ভাববো আর,
তোমায় ছাড়া জীবন অন্ধ বলবো বারবার ।
            তোমার সাথে হলো বিয়ে
            জীবনটাকে শপে দিয়ে
মাথায় যতো প্রেমের বোঝা সবই যে তোমার ।


মনের যতো সুখ ও শান্তি তোমার মাঝে পাই,
তোমার আমার প্রেম ছাড়া অন্য কিছুই নাই।
            সোম আসলে দেখা পাবে
            প্রেম তোমার কাছে যাবে
দূরে থাকলেও ভালোবাসা বেশি করেই চাই।