দিল খোলা মনোভাব রমজানে পাই,
প্রীতিবোধ গড়ে তুলে ধরে রাখা চাই।
রমজানে যত থাকে ভাই ভাই বোধ,
এই দিন গত হলে গড়ে প্রতিরোধ।


প্রতিবেশী ডেকে এনে টেনে তুলে ঘরে,
পাশে বসে একসাথে খায় পেট ভরে।
জনমনে এই দিনে গড়ে উঠে প্রীতি,
কায় মনে মেনে চলে সিয়ামের রীতি।


ঈদের আমেজ টুকু থাকে কিছুদিন,
আমেজটা কেটে গেলে হয় উদাসীন।
যেই লাউ সেই কদু হয় একাকার,
মারামারি করে শুরু দেনদরবার।


এক মাস রোজা রেখে জীবনটা গড়ে,
কথা কাজে লেগে যায় দুই দিন পরে।
সিয়ামের সেই সুখ সব যায় ভুলে,
ছোট মুখে বড় কথা অকারণে তুলে।


সিয়ামের দায় রেখে ছাড়ো হাহুতাশ,
রমজানে গড়া সুখ রাখো বারোমাস।
বিধাতার কাছে তুমি যত সুখ চাবে,
জীবন বদলে যাবে সেই সুখ পাবে।


সিয়ামের মান রেখে এ জীবন গড়ো,
ইতিটানা প্রীতিবোধ কাছে টেনে ধরো।
সব কাজে সমাধান খুঁজে পাবে বেশ,
সুস্থ সমাজ আর গড়ে তুলো দেশ।