১৯.
সুপথ ভুলে ঢেউটা তুলে হৃদয় কোণে বাংলা বাও,
আনলো সাকী সৃষ্ট জোয়ার বুঝতে হবে কোনটা চাও?
খোলনচলে চলছে পরখ ডাকছে কাছে স্বর্গ-নরক
ছাড়তে হবে দিন দুনিয়া সাকীর পানে মন ঘুরাও।


২০.
চোখ জুড়ানো চামড়া নয় দামটা শুধু বাতাসটার,
সময় হলে লাশটা ফেলে ঘুরতে থাকে চক্রাকার।
ক্ষণকালের যে পরীক্ষায় স্বর্গ-নরক ডাক উঠায়
যার চরণে ফিরতে হবে স্মরণ করো সেই খোদার।


২১.
করুণ সুরে রোদন তুলে কেন যে পাখি উড়তে যায়,
উদলা সাকী হৃদয় কোণে ছুটলো বুঝি উজান গায়?
পাপ যে টানে পাতালপুরে হকের দানা আকাশ জুড়ে
সময় হলো ভাবোরে মন উড়ছো আজ কোন আশায়?


২২.
মনের মাঝে আজব নেশা খেমটা তালে নাচতে চায়,
মন ময়ূরী নাচলো তবু বুঝলো নাতো কোন নেশায়?
সাদার কাছে আঁধার খুঁজে উদলা নাচে বোধন ভোজে
পাগল মন হৃদয়পুরে নাচন শেষে হোঁচট খায়।


২৩.
মনের জ্বালা মিটবে কবে তার তো কোন হদিস নাই,
তপ্ত প্রাণে গোমরা মনে কেন যে তারে খুঁজতে যাই।
ঝাঁটার বাড়ি মাথায় পড়ে পিঠটা পেলে দোররা মারে
সকাল সাঁঝে জিকির তুলে বলতে শুনি তারেই চাই।


২৪.
পাখনা মেলে ঘুরছো সাকী আটকে আছো কোন সুরায়,
মনের সুরা খুঁজতে গিয়ে উড়ছো বুঝি কুলীন গায়?
নাচনে বুড়ি আকাশ পানে নামতে বলো সুতোর টানে
উসকে দিয়ে ছুতোর পানি তারাই বুঝি মজনু পায়?