১৩.
প্রেমের তরী মনের মাঝে ছুটলো বুঝি সুদের পাড়,
পাগল-পারা মনরে তুই পাগলামীটা এখন ছাড়।
ব্যর্থ হলে মাওলা দেবে চুলটা ধরে উল্টা টান
খাঁটি হিসাব রোজ হাশরে আগে করনা তার জোগার।


১৪.
ভূতের ভয়ে মলিন হয়ে মনের ভয়ে মুষড়ে যায়,
ব্যস্ত হয়ে জানটা নিয়ে চাঙ্গা হয় ভাঙ্গা পায়।
জয়টা হয় ভয়টা ভুলে আস্থা রাখ সৃষ্টিকূলে
বাঁচতে হলে সাহস করে হাতটা রাখ ভূতের গায়।


১৫.
কান ময়লা মন ময়লা কয়লা করি যে আত্মার,
ইহ-জীবন সাঙ্গ হলে পরেও আছে কঠিন মার।
মনের কালি ওজন করে ভবের হাটে ভাবনা ছুঁড়ে
সরল পথে মনরে তুই হালটা ধর জীবনটার।


১৬.
পরাণ পাখি ডাকছে দেখি উল্টা চলে উজান গায়,
পাগলা ঘুঘু সেই রূপসী তুলবে আজ তারই নায়।
ভাঙ্গাগড়া মনরে তুই জরির ভাঁজে সাজরে আজ
মনের কোণে সুরটা চেনা ডাকটা শুনে পরাণ যায়।


১৭.
পরখ করে মনরে তোর ওজন কর বাজার দর,
খোদার প্রেমে মত্ত হলে স্বর্গে যাবি ক'দিন পর।
স্রোতের টানে উজান পানে আউলা চুলে বাংলা গানে
সৃষ্টিকূলে পাগল হয়ে হৃদয় কোণে উঠুক ঝড়।


১৮.
পাতলা চুলে মাতলা টানে বাজলো বুঝি মনের সুর,
ঘুঙুর পায়ে মনের তরী আজকে যাবি অচিনপুর।
আসলো সাকী রসিক মনে কাজলা বনে সখীর সনে
পাগলা সুরে মনরে তুই মনের কালি করবি দূর।