৩১.
দিনটা যদি বদলে যায় পাগল মনে সাঁতারকূল,
ব্যস্ত মন নাচতে থাকে কাজটা নয় ভাবটা মূল।
ময়ুর নাচে মরচে ধরে ভাবনা রেখে হিসাব করে
এক সময়ে বুঝতে পারে খানিক নয় সবটা ভুল।


৩২.
আগে হাঁটলে হোঁচট খায় পরে হাঁটলেও গণ্ডগোল,
তাল পাকিয়ে ভুলটা করে দু-চোখ দেখে সর্ষেফুল।
বুঝেশুনে লাগায় খিল রাগ ঝরালে সব বেমিল
হাওয়া বুঝে ভাবোরে মন কেমনে যাবে আসানসোল?


৩৩.
ভাবনা জাগে মনের কোণে রাতটা ভরে জাগনা রই,
মনরে তোর অসুর টানে পরের ধনে দিসনা মই।
ক্ষতির মুখে ফেললি যারে দ্বিগুণ আসে নিজের ঘাড়ে
লোভের বসে ভুলটা করে পাপের বোঝা মাথায় লই


৩৪.
বাপকেও যে ছাড়ে না পাপ এক সময়ে ফেরত আসে,
যেমন করে মেলবে ডালা ফেরত এসে অট্ট হাসে।
যখন লাগে শনির টান বাঁচবে না যে মান সম্মান
সুযোগ বুঝে কেনরে মন ভুলটা হয় এক নিঃশ্বাসে?


৩৫.
মানঅভিমান ভেঙ্গেচুরে যখন খুশি আসতে পারো,
জীবন যদি রাঙাতে চাও সে অভিমান আজকে ছাড়ো।
সুরার পালে মাতাল করে টানলে তুমি সাঁতার জলে
উড়ু মনটা পাগল করে দূরে থাকতে কেমনে পারো?


৩৬.
আমার মনে একতারাটায় উঠলো বুঝি ঝড়-তুফান,
করুন সুরে গাইছি যেন প্রিয়ার জন্য বিকট গান।
হৃদয় জুড়ে আসলে গেলে কেন যে তুমি বিদায় নিলে
হোগলা বনে আজকে তুমি আমার মনে নুরজাহান।