উঁচু নিচু পাহাড় টিলা চা বাগানে ঘেরা,
রূপে গুণে মালনীছড়া বাংলা মায়ে সেরা।
চা বাগানের টিলা বেয়ে উঠে ধীরে ধীরে,
দূর পাহাড়টা মনে হবে খাঁজ কাটা হীরে।


শেষ বিকেলে চা বাগানে রূপের ছায়া পড়ে,
মালনীছড়ার রূপ দেখে মনে আগুন ধরে।
সারি সারি কড়ুই বড়ুই উঁচু গাছের ছায়া,
ঢেউ খেলানো চা বাগানে বহন করে মায়া।


চা বাগানে কানে কানে কোকিল কণ্ঠ বাজে,
ভ্রমণকারী ধরে রাখতে চা বাগানও সাজে।
বিকেল হলে মালনীছড়া অভ্যর্থনা জানায়,
পর্যটকরা ছুটে এসে ভরে কানায় কানায়।


ঘুরতে আসা পর্যটকরা সুখ আনন্দে হাসে,
অতি সুখে মালনীছড়ায় নয়ন জলে ভাসে।
স্নিগ্ধ হাওয়ায় মুগ্ধ হয়ে বাগান জুড়ে হাঁটে,
ছবির ফ্রেমে বন্ধী হয়ে মন আনন্দ বাটে।


বাগান মুখের সরু পথে বেলীফুলের ঘ্রাণ,
মনের সুখ দ্বিগুন করে নাচায় মন প্রাণ।
উঁচু টিলার আঁচলখানি নীল সবুজে ঢাকা,
টিলা থেকে নিচ দিকে ঢেউ খেলানো বাঁকা।


সিলেট শহর ঠায় দাঁড়িয়ে মালনীছড়ার পাশে,
দেখতে পারো মালনীছড়া যদি সুযোগ আসে।
মালনীছড়া ছেড়ে আসা এতো সহজ নয়,
দিন বদলে ঝরে পড়া প্রেমও জিন্দা হয়।