পাহাড় তোমার চূড়ায় উঠে, আটকে গেলাম কেনো?
হিমেল হাওয়ায় নীলাভ দেহে, হারিয়ে গেলাম  যেনো।
নেচে উঠলো চোখর মণি,  কাপন ধরলো মনে,
কি অপরূপ দেখতে তুমি?  নীলাভ ছায়ার সনে।
নীল তুমি চোখ জুড়ানো, ছায়াও তোমার  নীল,
ডানে বামে দেখছি  শুধু,  রূপের ঝিলমিল ।
পা আগাতে মনে চায়না, চায়না ছেড়ে  যেতে,
তোমার  রূপের  রূপ  ছায়াতে, মনটা গেলো গেঁথে।
তুমি যদি হাঁটতে পারতে, সাথে নিয়ে যেতাম,
ধরে রাখতাম নয়ন কোনায়, কাছে কাছে রাখতাম।
রূপের  বোঝা মাথায় নিয়ে, দাঁড়িয়ে আছো তুমি,
নীলাভ রূপে ভরপুর তুমি, তোমার সারা জমি।
রূপালী তুমি রূপে তোমার,  মোহিত হয়ে যাই,
কারো গায়ে এতো রূপ, আর যে কোথাও নাই।
নীল আকাশের সাদা মেঘ, যখন ধাক্কা দেয়,
তোমার গায়ে ধাক্কা লেগে, ধন্য হয়ে যায়।
ঝরঝরিয়ে পড়ে পানি, তোমার সারা গায়,
গাছের পাতায় পানির ফোঁটা,  গাছও শান্তি পায়।
ফোঁটা ফোঁটা  পাতার পানি, কি চমৎকার লাগে?
সারা জীবন তোমার কাছেই,  থাকার ইচ্ছা জাগে।
এখন তুমি  বলতে পারো, কেনো যাইনা ছেড়ে?
আমার বুকের  সকল স্বপ্ন,  শুধু  তোমায় ঘিরে।