ভালোবাসা মিছে নয় আশা নয় ভুল,
মন জুড়ে রঙ তুলে লাল গেন্দাফুল।
টান টান ভালোবাসা মন জুড়ে আসে,
ফুলের সুবাস আর মহিমায় ভাসে।


ফাগুনের আগুনটা মনে লেগে যায়,
ভালোবাসা ফিরে এসে সেই সুরে গায়।
বসন্ত বাতাস আনে প্রীতিময় ভোর,
সুধাময় মনে জাগে গুনগুন সুর।


ভালোবাসা জেগে উঠে হৃদয়ের নায়,
গোলাপের চাহনিটা মনে দোল খায়।
মধুমিতা চেয়ে দেখে ফুলবন পানে,
প্রীতিময় প্রেমগীতি ঋতুরাজ আনে।


প্রজাপতি উড়ে এসে জুড়ে বসে গায়,
মন খুলে দোল খায় সেই ফুলটায়।
মধুকর ছুটে আসে ফাগুনের টানে,
মউ বন ভরে উঠে সুর আর গানে।


ঝলমলে আলো আর শত ফুল পাখি,
এই দিনে রঙ খুঁজে ঘোর লাগা আঁখি।
মন থাকে মোহময় প্রাণে উঠে সুর,
প্রীতি টানে সেই সুর করে ঘুরঘুর।


মাটি ঘেঁষা ফুল আর নীল আসমান,
বাংলার কোল জুড়ে কি দারুণ টান?
প্রেম প্রীতি জেগে উঠে দ্বার খুলে আশা,
সেই আশা দিশা পায় জাগে ভালোবাসা।