ছড়া ছড়া কাশফুল
ফোটলো আজ উঠোনে,
হাতে হাতে খুশি মনে
প্রত্যেকেই দু'টো নে।
অপেক্ষাটা শেষ হলো
সাদা ফুল ফোটে,
এই বুঝি উড়ে গেলো
আনন্দটা ছুটে।
ফুল নিতে ভুল হলে
কখন কি ঘটে,
কালো ছায়া কাটে বটে
যতটুকুই রটে।


এই আছে এই নাই
ফোটেই যায় ঝরে,
বারোমাসে কাছে এসে
হঠাৎ দেখা করে।
ফুল ফোটে ঝরে যায়
যখন বিধিবাম,
ঝরে গেলে নেই তার
কচু কলার দাম।
ঘটা করে ফোটা ফুল
দেখতে যদি চাও,
দলে দলে সারি বেঁধে
উঠোন মুখে যাও।


সাদা সাদা ফোটা ফুল
মনেব দুয়ার খুলে,
মন প্রাণ খুলে  দিয়ে
যাবেই কিন্তু ভুলে।
তার চেয়ে এই ভালো
এখন দেখা যাক,
নিজ ঘ্রাণে পেট ফুলে
কখন খাবে বাঁক।
সাদা ফুল ক্ষণে ক্ষণে
মাতাল হয়ে যায়,
তার কোনো হুশ থাকে না
পাতালে লোকায়।