খোলামেলা চান্দের গাড়ি পর্যটকে ভরা,
সরু পথে মাথায় লাগে খাড়া রোদ চড়া।
চান্দের গাড়ি ছুটে চলে আঁকাবাঁকা পথে,
হাজার ফুট উঠে নামে পৌঁছে কোনোমতে।


পাহাড় কাটা সরু পথে দ্রুতবেগে ছুটে,
একটানে হাজার ফুট পথ বেয়ে উঠে।
স্বপ্ন ছোঁয়া চান্দের গাড়ি সারি বেঁধে যায়,
পাহাড় চূড়ায় উঠে যায় তার ঠিকানায়।


সুর তুলে লুসাই কন্যা পাশে মিজোরাম,
সেবা দিতে রিসোর্টগুলো করে দরদাম।
পাহাড়ের রিসোর্টগুলো যেনো হীরামতি,
নিচে থেকে দেখতে পাবে ছোট একরতি।


মেঘের ভেলা ঘেঁষে যায় ভেসে যায় স্থল,
সাদা মেঘের ছোঁয়া নিয়ে বাড়ে মনোবল।
লুসাই গোষ্ঠী যুগে যুগে গড়ে তুলে ঘাঁটি,
ঠায় দাঁড়িয়ে দেখা যায় পুরো রাঙামাটি।


সবুজ বনে ঘেরা চূড়া উঁচু নিচু ঢেউ,
স্বপ্ন ছোঁয়া মেঘের রাজ্য বলে কেউ কেউ।
উঁচু চূড়ার স্বপ্ন ঘোরে পর্যটক আসে,
শত হাজার পর্যটক সুখ স্বপ্নে ভাসে।


ধেয়ে আসা মেঘের ভেলা চূড়া ঘেঁষে ছুটে,
সাজেক ভেলী ঘুরে ফিরে সুর তাল উঠে।
মেঘের ভেলা উড়ে এসে করে খেলা পায়,
সাদা মেঘের ভেলাগুলো দোলা দিয়ে যায়।