অনুরোধ যতো করো রেখে মানবতা,
মরুভূমে জল পড়ে জাগে তৃণলতা।
কাজকর্ম কিছু নাই কেনো আরাধনা?
দিনভর কাজ দিলে থাকো আনমনা।
সারাদিন যাই করো সব জানাশোনা,
আরাধনা যতো করো নেই লেনাদেনা।


ইচ্ছাকৃত কাজ ফেলে করো অলসতা,
কাজটাতে ডাক দিলে কেনো নিরবতা?
অলসতা যারা করে নেই সফলতা,
কাজকর্মে মন নেই থাকে যথাতথা।
মনোযোগী হলে পরে পায় কর্মফল,
সৎগুণ তার থাকে সাথে সৎবল।


সারাদিন সৎ কাজে তার বিচরণ,
ব্যবহার ভালো হলে ফুটে আচরণ।
প্রতিবেশী থাকে ভালো খুশি জনগণ,
সৎভাব রক্ষা করে তার নিবেদন।
পরিবার ভালো পায় থাকে হাসিখুশি,
আচরণ ঠিক রেখে হয় মিষ্টভাষী।


দিনমান কাজে গিয়ে বাছে দোষগুণ,
দোষগুণ দেখে চলে নাই ধুনপুন।
কর্মক্ষেত্রে দক্ষ হাতে আসে মূলধন,
অর্থকড়ি জমে ওঠে হয় বেগবান।
ভাগ্যলক্ষী সাথে থাকে হাতে আসমান,
সর্বদাই ভালো লোক তার মেহমান।


সফলতা পেতে হলে ধরো কাজকর্ম,
আজীবন সৎ থেকে করো ধর্মকর্ম।
জনগণ সাথে রাখো ছাড়ো অনাচার,
জনমত যাই চাবে পাবে দুর্নিবার।
মনোযোগ কাজে দাও ছাড়ো ভুলভ্রান্তি,
সৎকর্মে থেকে তুমি পাবে সুখশান্তি।