সাগরের তীরে দেখি কূল ঘেষা জল,
জোয়ারের তাড়া খেয়ে ভাসে সমতল।
ভাটা পড়া জল নামে কাক ডাকা ভোরে,
মন প্রাণ ছুটে চলে তীর থেকে দূরে।


উঠে আসা জল নেমে দূরে সরে যায়,
ভাবনাটা মনে জাগে সীমানা কোথায়?
জোয়ারের এতো জলে ভাসে দ্বীপ কূল,
জল ঢেলে বলে দেয় ভাবনাটা ভুল।


তিন ভাগ জল আর এক ভাগ স্থল,
স্থলে বসে জল নিয়ে চলে কোলাহল।
জল দেখে যতো বলি কূল সীমা নাই,
সাগরের সব জল স্থলে নেয় ঠাঁই।


সুবিন্যস্ত জলভাগ তলা শূন্য নয়,
জলাধারের অবস্থান মাটিতেই হয়।
জোয়ারেই লোনাজল ফুলে ফেঁপে উঠে,
তীর ঘেঁষা সীমানায় দ্রুতবেগে ছুটে।


সাগরের ঢেউ দেখে উঠে মনে ঢেউ,
তীরে বসে সুখী মন খুঁজে কেউ কেউ।
কূল ঘেঁষা জলে নেমে খালি পায়ে হাঁটে,
ঘাম ঝরা শ্রম দিয়ে মনে সুখ বাটে।


ঢেউ থেকে কূল ভরে লবণাক্ত ফেনা,
ফেনা দেখে দূর থেকে যায় জল চেনা।
সাগরের ফেনা দেখি রূপে ঝলমল,
ফেনা দেখে চেনা যায় সাগরের জল।