জোয়ারের জলে ভাসে সাগরের কূল,
ঝলমলে জল দেখে মনে উঠে দোল।
কূলহীন মন ছুটে শেষ কিনারায়,
জল আর আকাশটা এক হয়ে যায়।


জল জুড়ে উঁচু ঢেউ সাদা হয়ে ভাসে,
সাগরের কূলে মন ভাসে অভিলাষে।
কলকল ধ্বনি উঠে সেইসাথে সুর,
মন জুড়ে এক হয় সুর আর ঘোর।


বারেবারে এই মন জল বেয়ে ছুটে,
ঢেউ উঠা কূল দেখে প্রীত হয়ে উঠে।
অশান্ত কূলে মন শান্তনা পায়,
সাগরের কূলে গিয়ে তাকে ভুলা দায়।


মেঘশূন্য নীলাকাশ নেমে যায় জলে,
শোভাময় আকাশটা ডেকে কথা বলে।
সাগরের জল জুড়ে নীলাভের ছায়া,
প্রশান্তির ঢেউ তুলে সেইসাথে মায়া।


বালি জমা কূলে নেমে নুনা জলে হেঁটে,
মন ভরে সুখ আসে হাঁটুজল ঘেঁটে।
আনমনে সুর তুলে কূল ঘেঁষা ঢেউ,
ভেজা বালি পায়ে মেখে হাঁটে কেউ কেউ।


কূলে গিয়ে মন যায় দিগন্তময়,
বড় বড় ঢেউ দেখে একাকার হয়।
চারিদিক ভরে উঠে হাসি আর গানে,
জনতার ঢল নামে সাগরের টানে।