সাথী তুমি বন্ধু  তুমি,  অনেক  ভালবাসি,
ঘুরে দেখবো পাহাড় নদী, তোমায় নিয়ে আসি।
কত বছর কেটে গেলো, দেশ বিদেশে ঘুরে,
যে ক'টা দিন বেঁচে  আছি, থাকবো একই নীড়ে।
সারাটা দেশ ঘুরে দেখছি, সাথে সাথে মিলে,
এইতো সেদিন  বাদাম খেলাম, ঢাকার হাতিরঝিলে।
প্রথম যেদিন  খেলাম বাদাম, রমনা পার্কে বসে,
তুমি  দিলে বাদাম তুলে, খোসা খসে খসে ।

ঊনত্রিশ বছর পেরিয়ে গেলো, ত্রিশে এখন পা,
আমার  মন তবু বলছে, বাদাম খেয়েই যা।
বাদাম খাওয়া ভালবাসা, অনেকে ঠুনকো বলে,
ঊনত্রিশ বছর বাদাম খেলাম, এখনো তা চলে।
ঠুনকো  বলার ভিত্তি  আছে, আমার মনে হয়না,
দুজন মিলেই বাদাম খাই, ঠুনকো মানা যায়না।

যুগ যুগ পেরিয়ে  আসলাম, কোন বিঘ্ন নাই,
বাদাম আরো কাছে টানে, এক সাথেই বেড়াই।
অকারণে নেই ঝামেলা, সবই মিটে যায়,
ছোট খাটো খুচরা বিষয়, রাস্তা খুঁজে  পায়।
সাথী যদি বন্ধু  হয়, মনের  কথা বুঝে,
ভালবাসা খুঁজতে  হয়না, ভালবাসাই খুঁজে ।