আমার কথা---
আমার স্কুল ছুটি এখন, পড়াশোনা নেই,
পুকুর পাড়ের বাঁকা  গাছে, গড়াগড়ি খাই।
প্রিয়  জায়গা প্রিয়  গাছ, আমার  ভালো লাগে,
গাছের  গোড়ায় হেলান দিতে, মনে সাধ জাগে।
সকাল বিকাল দাঁড়িয়ে থাকি, যেতে ইচ্ছা  হয়না,
প্রিয়  জায়গা ছেড়ে যেতে, আমার প্রাণে সয়না।


বাবা আমার  ডেকে বলে, এখানে  কি কর?
পড়াশোনায় মন বসাও, গাছের গোড়া ছাড়।
এখানে যে দাঁড়িয়ে  আছো, পড়াশোনা নেই ?
দাঁড়িয়ে  থাকা অনেক হলো, চলো এখন  যাই।


বাবার কথা---
সারাটা দিন নষ্ট কর, অলস সময় কাটে,
বেশি  সময় এখানে যায়, বাকি পুকুর  ঘাটে ।
কেনো বাবা  এমন করো?  আমার  কথা শোন,
মা জানলে বকা দেবে, তুমি তো তা জানো।
আমার  সাথে চলে এসো, যাবে তাড়াতাড়ি,
মন চাইলে  আমার সাথে, যাবে যদি বাড়ি।


খাটে নাও ঘাটে না বলি, এটা আমার কথা,
সময় হারিয়ে বুঝতে পারবে, নয়তো যথাতথা।
তাইতো বলি আমার  কথা, যুগের সাথে চলো,
গাছের গোড়া এত প্রিয়, কেমন করে হলো?
জীবনটাকে ভালো করো সুন্দরভাবে গড়ো,
সুস্থ সমাজ গড়ে তুলতে লেখাপড়া করো।