কবি থাকে কবিতায় কবিতাই ধ্যান,
কত রবি সোম যায় বিলি করে জ্ঞান।
যত জ্ঞান তার আছে সব করে দান,
কবিতায় তুলে ধরে বাঁচে জান মান।


ভোর হলে কানে আসে কলরব ধ্বনি,
শব্দমালা ঘেঁটে ঘেঁটে ঘুমে চড়ে শনি।
কত সুখ বলিদান করে অকাতর,
পরিবার দূরে সরে শূলে চড়ে ঘর।


চরণে চরণ বেঁধে তাল ছন্দ তুলে,
চরণের সুর তালে মন প্রাণ দোলে।
ভুলো মন ছুটে গায় প্রকৃতির গান,
খাতা আর কলমেই যে করেছে দান।


মনোযোগ ব্যয় করে টানে রূপ রস,
মেধা আর মননেই রস করে বশ।
ধারণায় ভর করে যত দিন যায়,
কবি মন ছুটে চলে শেষ ঠিকানায়।


যার মনে বাস করে শুধু কবিতাই,
কবি আর কবিতার মাঝে কিছু নাই।
মনে থাকা ধারণাটা বলে বলে যায়,
তার মনে যত ছবি তুলে কবিতায়।


প্রকৃতির রূপ দেখে মনে জাগে দোল,
মনোরথে মরা গাছে ফুটে উঠে ফুল।
অন্ধকারে চোখ বুজে খুঁজে রাঙা রবি,
ধ্যানযুক্ত মন যার সেই মূল কবি।