ভালোবাসা নাড়া দেয় অস্তিত্ব জুড়ে,
আজ দেখি কূলহারা জোড়া মন পুড়ে।
মনা আর মনা নেই তালহারা সুর,
ছন্নছাড়া পোড়া মন বিরহবিধুর।


বিধির লিখন আর জলশূন্য বান,
অকাতর ভালোবাসা আজ সুনসান।
ছন্দহীন মন দেখে কূলহারা পণ,
আজ কোন মোহ নেই মরে গেছে মন।


বেদনায় সাথী হলো হীন মনোবল,
প্রীতি জাগা বোধ নয় অশ্রু সজল।
কাঁদে মন কাঁদে প্রাণ নিদারুণ শোক,
বিরহ যাতনা সয়ে দেখে পরলোক।


ঘুমহীন রাত কাটে আলোহীন ভোর,
ভালোবেসে তবু আজ কাটে নাতো ঘোর।
তিরোধানে স্মৃতি আজ ভাবলেশহীন,
মন মরা ভালোবাসা গন্ধ বিহীন।


ভালোবাসা ফিরে পেতে চেয়ে বারবার,
হৃদয়টা পুড়ে পুড়ে হলো ছারখার।
ঘুণে ধরা মনা যদি তবু ফিরে চায়,
ম্রিয়মাণ ভালোবাসা নাড়াচাড়া খায়।


শোভাময় ভালোবাসা উড়ে গেলো বানে,
মাঝে মাঝে জেগে উঠে ঘোর লাগা টানে।
পোড়া মনে ম্রিয়মাণ আলোহীন আশা,
তবু ক্ষীণ জেগে আছে সেই ভালোবাসা।