কেউ বলে পাগল মন,
এমন আছে কত জন?
ঘুরে মন স্বাধীন ভাবে,
যেদিক খুশি ছুটে যাবে।
মন যখন পাগল হয়,
থাকেনা তার কোনো ভয়।
কেনো মন পাগল হলো?
মন কে তুমি খুলে বলো।
ভালো মন পাগল হলে,
ইন্দ্রিয় সুখ ডুবে জলে।
কাঠ খড়ি সবই পুড়ে,
সব মানুষ থাকে দূরে।


যখন হয় মন ভালো,
নিয়ন্ত্রণটা থাকে চালু।
ভীড়াও যদি ভিন দেশে,
আগুন পানি সাথে মিশে।
ইচ্ছা করে ঠেলাধাক্কায়,
নিতে পারো কাবা মক্কায়।
ইচ্ছার তরে মন চলে,
টের পায় পাগল হলে।
পাগলামিটা ছেড়ে দিয়ে,
শান্তির বাড়ি যাও নিয়ে।
মনের চাবি হাতে নেবে,
খুব সহজে শান্তি পাবে।