হাকালুকি বিল জুড়ে শাপলার ফুল,
বাতাসের ছোঁয়া লেগে মৃদু খায় দোল।
টকটকে লাল ফুল প্রভাতেই ফুটে,
সুন্দরের পূজারিরা দলবেঁধে ছুটে।


গোল চড়া পাতাগুলো জল বেয়ে ভাসে,
টলমল জলে খাঁড়া ফুলগুলো হাসে।
সব ফুল চেয়ে থাকে আকাশের দিকে,
তার সরু কাণ্ডটা খাঁড়া লিকলিকে।


চারিদিকে লালে লাল শাপলার বিল,
ফুল দেখে মন প্রাণ ভরে তিল তিল।
শাপলার বিলে গেলে মন ছুঁয়ে যায়,
যারা এসে ফুল তোলে ধীরে নাও বায়।


রক্ত লাল ফুল দেখে মনে রঙ ধরে,
মন ভরে রঙ নিয়ে যায় ঘরে ঘরে।
গোড়া থেকে কাণ্ডটা টেনে তুলে নায়,
খোলা নায়ে ফুল ভরে সুখে গান গায়।


পাতাগুলো বড় হয়ে সারা বিল  ঢাকে,
জলে ভাসা ছানি দিয়ে শীতলতা রাখে।
পানকৌড়ি মাঝে মাঝে থাকে ভাসমান,
গলা ছেড়ে ডাক দিলে কেঁপে উঠে কান।


রবির কিরণ এসে যত বেশি ঘিরে,
ফুলগুলো ম্রিয়মাণ হয় ধীরে ধীরে।
জেগে উঠা কলিগুলো জলে ভেসে দোলে,
পরদিন ভোর হলে তার মুখ খুলে।