কুয়াশা না মেঘবৃষ্টি তা তো বুঝা দায়,
হাড়কাঁপা কাঁপুনিতে পরাণটা যায়।
রোদ খুঁজে দিন যায় দেখা নাই তার,
আজ দেখি দুপুরেও ঘোর অন্ধকার।


আলো নেই তেজ নেই ধূপহীন চুপ,
কুয়াশায় আজ নেই রবিময় রূপ।
সারাদিন কড়া রোদে যার অবধান,
ঢাকা পড়ে সেই রবি দিনভর ম্লান।


ঈশানের হিম বায়ু ধুয়ে নিয়ে যায়,
কাঁপুনিতে বুঝা দায় আরো কি যে চায়?
যত করো আহাজারি কোন লাভ নাই,
লাগাতার দিয়ে যায় হিম ভাবটাই।


ভাসমান জলকণা উড়ে উড়ে আসে,
আকাশটা ভরে গেলো কুয়াশার চাষে।
ঘর থেকে বের হলে ঝাঁকুনিটা তুলে,
ঠাণ্ডাটা বুকে লেগে কান মাথা ঝুলে।


স্যুটেড বুটেট আর ফুলহাতা জামা,
একত্র করে ছাড়ে আয়া খানসামা।
দুখী সুখী তার কাছে ছাড় নাই কারো,
নিটোল মেম সাহেব কুলি কিবা গারো।


ঘন কুয়াশায় ঢাকা এই পৌষ গেলো,
দুর্যোগের ডামাডোলে মাঘ বুঝি এলো।
বসন্তেই দেখা যাবে খর-তাপদাহ,
আজ এলো মাঘে টানা শৈত্য প্রবাহ।