মন আর মননের উঠে দিকপাল,
পিছে থাকে দুনিয়ার সব মালামাল।
ফেলে আসা বাড়িঘর সব যায় ভুলে,
পরপার কাছে ভেবে মন প্রাণ খুলে।


কাবাঘর চত্বরে চোখ চলে যায়,
কাছে বসে এই মন শান্তনা পায়।
সবকিছু ভুলে গাই তাঁর গুণগান,
দুনিয়ার আয়ুকাল বিধাতার দান।


খানাদানা পানাহার মনে নাহি চায়,
মাথা থেকে চলে যায় দুনিয়ার দায়।
লাগাতার মনে আসে বিধাতার বাণী,
সংসার ভুলে গিয়ে শুধু তাই মানি।


সংযমে এই মন আলোকিত করে,
মনে চায় থেকে যাই আজীবন ধরে।
দিনভর বসে থেকে নেই পেরেশানি,
মনে শুধু আখিরাত করে কানাকানি।


দুনিয়ার মায়া ছেড়ে মনে উঠে বান,
ভুলে যাই দুনিয়ার মিছে মায়া টান।
ভয় উঠে থরথর দেহমন দোলে,
ক্ষণে ক্ষণে চোখ যায় সৃষ্টির কোলে।


এ মনের দুয়ার খুলে আসে সংযম,
ভালোটাই মনে আসে ভুল হয় কম।
প্রশান্তির ছায়া লেগে মনে দাগ কাটে,
জীবনের সব সুখ আছে এই মাঠে।


দুনিয়া ও আখিরাতের মালিকানা যাঁর,
তাঁর ভয়ে শুরু হয় প্রাণে তোলপাড়।
মন জুড়ে হাশরের ভয় জেগে উঠে,
বিধাতার বাণীগুলো ফুটে উঠে ঠোঁটে।


মরণের ভয়ে উঠে কাঁপুনিটা গায়,
বারেবারে মন যায় মক্কা মদিনায়।
পাপিষ্ঠ মনে শুধু প্রশান্তিটা আনে,
দলবেঁধে চলো যাই শেকড়ের টানে।