ছায়াময় গ্রামখানি আজো অজপাড়া,
সরু পথ জোড়া দেয়া তিন সাঁকো দ্বারা।
স্কুলে পড়ে ছেলেমেয়ে পায়ে হেঁটে যায়,
বই খাতা হাতে নিয়ে তিন সাঁকো বায়।


তনু-মোনা স্কুলে পড়ে ছোট সংসার,
সুশিক্ষা পাবে বলে গর্ব বাবা-মা'র।
অল্পকিছু জমিজমা বাবা চাষ করে,
সারাদিন মাঠে থাকে রাতে ফিরে ঘরে।


চাষ করে টেনেটুনে খেয়েপড়ে যায়,
তনু-মোনা পড়ে যায় বিনা পয়সায়।
বিনামূল্যে পড়াশোনা বিনামূল্যে বই,
পাশ করে তনু-মোনা বাবা আনে দই।


শুধু নয় পড়াশোনা বহু কাজ করে,
বাবা-মা'র সাথে সাথে ওরা হাল ধরে।
স্কুল থেকে ফিরে এসে কাজে দেয় হাত,
কাজ আর পড়াশোনায় কাটে দিনরাত।


লেখাপড়া করে তারা যদি বড় হয়,
সাঁকো ঘেরা অজপাড়া করে নেবে জয়।
তনু-মোনা বড় হবে ঘর পাবে আলো,
নিরক্ষর বাবা-মা'র মন হবে ভালো।


গরীবের সংসারের এই মতিগতি,
যদি করে লেখাপড়া তবে উন্নতি।
অনাগত দিনলিপি যেনো ভালো যায়,
পরিশ্রমী তনু-মোনা এই দোয়া চায়।


পরিবার আছে আজ এই ভরসায়,
মনে গাঁথা স্বপ্ন যেনো মুখ ফিরে চায়।
দুঃখের দিনগুলো পায় যেনো লোপ,
অজপাড়া যেনো পায় শহরের রূপ।