বিনামূল্যে বই পেয়ে খুশির সীমা নাই,
অজপাড়ায় বাস করেও খুশি দেখতে পাই।
ছেলেমেয়ে স্কুলে যায়
বাবা-মা খেটে খায়
পরের বাড়ির কাজে যায় কোন লজ্জা নাই।


সৎ পথে কাজ করে পেটেভাতে যায়,
আদরের সন্তানদের তবুও শিক্ষা চায়।
নিজের নাই শিক্ষাদীক্ষা
ভিক্ষা করে কূল রক্ষা
ছেলেমেয়ে সুশিক্ষার আলো যেনো পায়।


অজপাড়া এখন আর অজপাড়া কই?
হাতে হাতে পৌঁছে যাচ্ছে বিনামূল্যে বই।
অবৈতনিক শিক্ষা পায়
বিনামূল্যে নাস্থা খায়
কর্তৃপক্ষ তবুও চায় নিরক্ষর মুক্ত হই।


আঁকাবাঁকা কাঁচা রাস্তা পাকায় রূপ নিচ্ছে,
ক্রমান্বয়ে ঘরে ঘরে পল্লী বিদ্যুৎ দিচ্ছে।
বদলে যাচ্ছে দেশ, জাতি
শিক্ষা ক্ষেত্রে বাড়ছে গতি
শিক্ষার আলোয় উন্নতি দ্রুত আনার ইচ্ছে।


সুশিক্ষাই নিতে পারে উন্নতির শিখরে,
একাত্তরে লণ্ডভণ্ড নিষ্পেষিত দেশটারে।
কাজ করি পরের তরে
শিক্ষা পৌঁছাই ঘরে ঘরে
অজপাড়া মুক্ত করে উঠতে পারি শিখরে।