অজপাড়ার ছেলেমেয়ে, এখন স্কুলে পড়ে,
স্কুল শেষে বাড়ি গিয়ে, সংসারের কাজেও ধরে।
তাদের গ্রাম অজপাড়ায়, বকুল গ্রামে বাড়ি,
স্কুলে যায় পায়ে হেঁটে, ওখানে নাই গাড়ি ।
অল্প কিছু  জমিজমা, বাবা  চাষ করে,
সারাদিন  মাঠে  থাকে, সন্ধ্যায় বাড়ি  ফিরে।


ওরা যখন দল বেঁধে,  গ্রামের  স্কুলে  যায়,
পড়াশোনার  সকল বই, বিনামূল্যে  পায়।
বই পেয়ে হাসি ফুটে, মাথায় নিয়ে ছুটে,
খুশিতে  মন নেচে উঠে, নামায় ঘরের খাটে।
বেড়ে গেলো মনের  জোয়ার,  নতুন বইয়ের মালিক,
একটা একটা উল্টায় পাতা, পাল্টায় হাসির  ঝিলিক।


পকেটে  নাই টাকা পয়সা, ওসব চিন্তা  নাই,
বাবা মা গরীব  হলেও,  খুশি দেখতে পাই।
নিজেদের  নাই অক্ষরজ্ঞান,  তবু  তারা খুশি,
ওরা পাচ্ছে  শিক্ষার আলো, তাইতো খুশি বেশি।


সারা দেশের  সকল মানুষ, এমন যদি  হয়,
শিক্ষার আলো ছড়িয়ে যাবে, সারা  বিশ্বময় ।
দেখতে দেখতে ক'দিন পর, কেউ থাকবে না নিরক্ষর,
গড়ে  উঠবে  উন্নত  দেশ, উন্নতি  হবে  মর্যাদার।