চঞ্চল শিশুমন সদা লাল-নীল,
ভাবনায় তার মন ভরে তিলতিল।
বড় কোন আশা নেই দুরন্ত ক্ষণ,
খানাদানা বড় নয় খেলনায় মন।


অল্পতেই কান্না আসে পরক্ষণে হাসে,
স্নেহমাখা ডাক শুনে খুশিতেই ভাসে।
মনোযোগে বাঁধা পেলে চোখ ভরা জল,
মায়ামাখা চোখ দু'টো করে ছলছল।


আনমনে হয়ে উঠে পুতুলের সাথী,
দিনভর হাতে নিয়ে করে মাতামাতি।
পাড়া ঘরে সাথী পেলে জমে উঠে খেলা,
মিছে রেঁধে মিছে খেয়ে পার করে বেলা।


ধারে কাছে জল পেলে বারে বারে যায়,
হাতে তুলে জল নিয়ে ভারী মজা পায়।
মজা পেলে এক কাজ বারবার করে,
হাত থেকে ছুটে গেলে টেনেটুনে ধরে।


যাই দেখে তাই শেখে বাছাবাছি নাই,
খুশি মনে ফুটে উঠে চেনা রূপটাই।
বয়স্করা যাই বলে মন দিয়ে শুনে,
একে একে সব কথা মনে রাখে গুনে।


যত শিশু কাছে পাও বুঝে কথা বলো,
সদাশয় যেন তার মন মতো চলো।
ভাঙ্গেনা যে শিশুমন কোনো আচরণে,
হেসে যেন তার মন ভরে বিনোদনে।