সোনামণি খেলা করে বেলা বয়ে যায়,
পুতুলের বিয়ে দিয়ে মনে সুখ পায়।
খেতে বসে খিদে নেই খেলাটাই মনে,
খেলা নিয়ে খুশি মনে হাসে ক্ষণে ক্ষণে।


পুতুলের ভাত রাঁধে তরকারি সাধে,
মিছে রাঁধে মিছে খায় মিছে ঘর বাঁধে।
কোলে নিয়ে কথা বলে পুতুলের সাথে,
পুতুলটা সাথী করে রাখে দিনেরাতে।


জামাটা-কে পরে দেয় পুতুলের গায়,
একা একা কথা বলে আনন্দ পায়।
হাত থেকে পড়ে গেলে সযতনে তুলে,
ধুলোবালি ঝেড়ে মুছে তুলে নেয় কোলে।


পুতুলটা সাথে নিয়ে ঘুমাতেও যায়,
বিছানার পাশে রেখে বারেবারে চায়।
শিশুমন বুঝে না তো জীবনের মানে,
পুতুলের সাথী হয়ে ডাকে কলতানে।


কখনো বা করে বসে মিছে অভিমান,
পুতুলের সাথে তার নিদারুণ টান।
রাগ ছেড়ে ফুটে উঠে সুখময় হাসি,
খেলা ছলে তার সাথে ভালোবাসাবাসি।


পুতুলটা কেড়ে নিলে করে কাঁদাকাটি,
বাঁধা পেলে খেলাধূলা পুরোটাই মাটি।
তার চেয়ে এই ভালো সায় দিয়ে যাও,
যত পারো শিশুমনে ভালোবাসা দাও।